
শঙ্কু কর্মকার , বালুরঘাট: বালুরঘাট রেলস্টেশনে ফারাক্কা এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার বড়মাপের প্রায় পাঁচটি কচ্ছপ। যার আনুমানিক ওজন প্রায় ৩৩ কেজি ২০০ গ্রাম। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে বালুরঘাট রেল স্টেশনে। জানা গেছে বালুরঘাট রেল স্টেশনে ফারাক্কা ভাতিন্দা এক্সপ্রেস ট্রেনটি সকালে যখন স্টেশনে এসে পৌঁছায়, সেই সময় যাত্রীরা নেমে যেতেই GRP পুলিশ ট্রেনটি শেষবারের তল্লাশির জন্য ট্রেনে ওঠে। আর ঠিক সেই সময়, ট্রেনের একটি কামরায় বাথরুমের কাছে মালিকানাহীন দুটি ব্যাগ দেখতে পান কর্মরত পুলিশেরা।
পরবর্তীতে তারা সেই ব্যাগ দুটি থেকে মোট পাঁচটি কচ্ছপ উদ্ধার করেন। বালুরঘাট স্টেশনে দায়িত্বে থাকা GRP পুলিশ আধিকারিক জানান, GRP পুলিশের পক্ষ থেকে ওই কচ্ছপগুলোকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি আরো জানিয়েছেন ওই কচ্ছপগুলোকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। যদিও ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।