
শঙ্কু কর্মকার : ২০১৫ সালে বালুরঘাট থানা এলাকায় এক সাত বছর বয়সী শিশুকে যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলো আদালত। দক্ষিণ দিনাজপুর জেলার স্পেশাল পকসো আদালতের বিচারক শরণ্যা সেন প্রসাদ বৃহস্পতিবার ওই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। সূত্রের খবর ২০১৫ সালের ১৪ ই ডিসেম্বর শিশুটি তার বাড়ির পাশে একটি মাঠে খেলাধুলা করছিল।আর সেই সময় ওই শিশুকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তার যৌন হেনস্তা করা হয় বলে জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী। সূত্রের খবর ২০১৫ সালের ডিসেম্বর মাসের ১৫ তারিখ বালুরঘাট থানায় অভিযোগ দায়ের হলে অভিযুক্তকে গ্রেফতার করেছিল বালুরঘাট থানার পুলিশ। এবং ওই মামলাটি চলছিল দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের পকসো আদালতে।এবং মামলাটি দীর্ঘদিন দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের পকসো আদালতে চলার পর বিচারক শরণ্যা সেন প্রসাদ বৃহস্পতিবার ঐ অভিযুক্ত কে দোষী সাব্যস্ত করেন ।এবং তিনি জানিয়েছেন 2রা সেপ্টেম্বর তারিখে সমস্ত দিক বিচার করে ওই অভিযুক্তের সাজা ঘোষণা করবেন তিনি।