
ওঙ্কার ডেস্ক : ফের পাকড়াও বাংলাদেশী অনুপ্রবেশকারী। পুলিশের বুদ্ধিমত্তায় এবার এক বা দুইজন নয় নদীয়া ও মুর্শিদাবাদ মিলিয়ে প্রায় এগারো জনকে গ্রেফতার করা হল। নদীয়া পুলিশ সুত্রে জানা গিয়েছে , নদীয়ার ধানতলা থানার বহিরগাছি বাজার এলাকায় দুই যুবককে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করে জানা গেছে কয়েক মাস আগে তারা অবৈধভাবে চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। দুই বাংলাদেশীর নাম হাসিফ শেখ (৩২) ও আমিনুর শেখ (২৫)। দুজনেই বাংলাদেশের মহেশপুর থানার নল পাতুয়া এলাকার বাসিন্দা। ধৃতদের পরিকল্পনা ছিল কিছু দিনের মধ্যে বাংলাদেশে ফিরে যাওয়ার, কিন্তু তার আগেই গ্রেফতার করা হয় তাদের।
অপরদিকে মুর্শিদাবাদের জলঙ্গি থেকে গ্রেফতার করা হয় সাতজন বাংলাদেশী অনুপ্রবেশকারী সহ তিনজন দালালকে । জলঙ্গি পুলিশ সূত্রে জানা গেছে পাসপোর্ট ছাড়াই বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল অনুপ্রবেশকারীরা এবং তাদের সাহায্য করে ধৃত তিন ভারতীয় দালাল।
ভারত বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই অনুপ্রবেশকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কোথাও কাঁটাতারের বেড়া ভেঙে ঢুকে কেটে নিয়ে যাচ্ছে জমির ফসল কোথাও বা চোরাচালান। ইতিমধ্যেই মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা সাত বাংলাদেশী ও তিন দালালকে বহরমপুর আদালতে তোলা হয়েছে। পাশাপাশি নদীয়া থেকে গ্রেফতার করা দুই বাংলাদেশীকে আজ অর্থাৎ শুক্রবার রানাঘাট আদালতে পেশ করবে ধানতলা থানার পুলিশ।