
নিজস্ব প্রতিনিধি,কলকাতা: বাংলাদেশে শান্তি বাহিনী পাঠাতে রাষ্টপুঞ্জের সঙ্গে কথা বলুক কেন্দ্র। সোমবার বিধানসভায় প্রস্তাব রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী ও বিদেশ মন্ত্রীর বিবৃতি দাবি করেন মমতা বন্দোপাধ্যায়।
সোমবার বিধানসভায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দল ও রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী’ মমতা বন্দোপাধ্যায়।
সোমবার বিধানসভার প্রথমার্ধ্বেই অধিবেশনে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। একাধিক ইস্যুতে আলোচনা হয়। স্বাভাবিক ভাবেই বাংলাদেশের সম্প্রতিক পরিস্থিতি ওঠে আলোচনায়। মুখ্যমন্ত্রী বাংলার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, “বিধানসভা থেকে প্রস্তাব রাখছি শীতকালীন অধিবেশন চলছে সংসদে। এই অধিবেশন থেকে প্রধানমন্ত্রী দেশের মানুষের কাছে সংসদে বিবৃতি দিয়ে জানাক বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কেন্দ্র কি পদক্ষেপ নিতে চাইছে। যদি আমাদের লোকজনকে ফিরিয়ে দিতে চায় তাহলে এখানে থাকার ব্যবস্থা করে দেবো। আমি খেতে পেলে তারাও খেতে পাবে। বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর প্রস্তাব দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি ও রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি তাতে সাধারন মানুষ উৎবিগ্ন। কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ নিতে চাইছে সেই বিষয় পরিষ্কার নয় তাদের কাছে। এই পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ ভাবেই কেন্দ্র চুপ। প্রধানমন্ত্রীর উচিত বিবৃতি দিয়ে জানানো। বাংলাদেশ নিয়ে কেন্দ্র কি চাইছে।
এদিন একই সঙ্গে রাজ্য বিজেপি নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি অভিযোগের সুরে বলেন,বাংলাদেশের বিষয়ে কথা বলা রাজ্যের এক্তিয়ারের মধ্যে পড়ে না।ভারত ও বাংলাদেশ দুই দেশের বিষয়। কেন্দ্রের নির্দেশ মতো রাজ্য পদক্ষেপ নেবে। কিন্ত আশ্চর্যজনক ভাবে কেন্দ্র চুপ। অথচ একদিকে রাজ্যের বিজেপি নেতারা মুখ খুলছে। বেফাঁস মন্তব্য করছে।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর এই প্রস্তাব আবেদন আকারে প্রধানমন্ত্রী ও রাষ্টপতিরকে পাঠাবেন বিধানসভার স্পিকার।