
প্রাণ বাঁচাতে ভারতে এসে গ্রেফতার বাংলাদেশী যুবক। ওপার বাংলায় সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সরব হয়েছেন সেদেশের সংখ্যালঘুরা। সেই আবহে অত্যাচারের মুখে পড়ে দেশ ছেড়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করেন জীবন বর্মণ। এদেশে প্রবেশের সময় জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিএসএফ এর হাতে আটক হন তিনি। তাকে রাজগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বুধবার ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে পেস করে পুলিশ। এদিন আদালতে যাওয়ার পথে ধৃত যুবক বলেন, বাংলাদেশে অত্যাচার হচ্ছে হিন্দুদের উপর।
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার কথা স্বীকার করে নিয়েছেন সেদেশের প্রেসসচিব শফিকুল আলম। গত অগস্ট মাস থেকে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর ৮৮টি হিংসার ঘটনা ঘটেছে বাংলাদেশে। সমস্ত ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৭০ জনকে। সেই আবহে হিন্দু যুবকের দেশছাড়ার ঘটনা নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে।