
সুরজিত দাস, নদীয়া: শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকেই উত্তপ্ত বাংলাদেশ। মৌলবাদীদের দৌরাত্মে, ক্রমশই কোন ঠাসা হচ্ছে সংখ্যালঘুরা। সীমান্ত পেরিয়ে বাংলাদেশীদের ভারতে অনুপ্রবেশ ক্রমশই বেড়ে চলেছে। এই আবহে রবিবার ২ বাংলাদেশীসহ এক দালাল সীমান্ত পার করার সময় হাতে নাতে ধরা পড়ল।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে তারা অবৈধভাবে সীমান্ত পার করার পরিকল্পনা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে হাঁসখালি থানার পুলিশ সীমান্ত থেকে ওই ২ বাংলাদেশী ও দালালকে গ্রেফতার করে। দালালের সাহায্য নিয়েই তারা এই কাজ করছিল।
ইতিমধ্যেই পুলিশ ওই ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সোমবার তাঁদের আদালতে তোলা হবে বলে জানিয়েছে হাঁসখালি থানার পুলিশ।