
ওঙ্কার ডেস্ক:বাংলাদেশে অশান্তির প্রভাব ভারতের পর্যটন ব্যাবস্থায় ,মাথায় হাত শিলিগুড়ির বাসমালিক ও হোটেল মালিকদের।
বাংলাদেশে অশান্তির জেরে কার্যত বন্ধের মুখে ঢাকা শিলিগুড়ি বাস সার্ভিস। বাস মালিকেরা জানান, যেখানে গত আগস্ট মাসে বাস পুরো ভর্তি থাকত, সেখানে এখন ১ -২ জন যাত্রীও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। গত কয়েকদিন ধরে বাংলাদেশের অশান্ত পরিস্থিতির কারণে এই মুহূর্তে বাংলাদেশে যাওয়ার সাহস পাচ্ছে না কোন ভারতীয় এবং বাংলাদেশ থেকেও এই মুহূর্তে কোন পর্যটক আসছেন না।এছাড়া এই মুহূর্তে ভারতে আসার জন্য ভিসা পাচ্ছে না কোন বাংলাদেশীও, শুধুমাত্র চিকিৎসা ও শিক্ষার জন্য ভিসা পাওয়া গেলেও তাতেও যাত্রী সংখ্যা বাড়ছে না, যে কারণে গোডাউনে বসেই থাকছে বেশিরভাগ বাস। আগে যেখানে টিকিট নিয়ে কাড়াকাড়ি হত, এখন সেখানে পাঁচদিন অপেক্ষা করেও মিলছে না ৪-৫ জনের বেশী যাত্রী। ঢাকা থেকে শিলিগুড়ির মধ্যে চলা বাস কোম্পানির এক কর্মচারী জানিয়েছেন – ‘বাংলাদেশের পরিস্থিতির জন্য প্যাসেঞ্জার হচ্ছেই না, দুই একজন নিয়ে তো বাস চালানো সম্ভব না। ভারত সরকার ভিসা দিচ্ছেন না, ভিসা না দিলে কিভাবে বাস চলাচল স্বাভাবিক হবে? আমরা চাইছি ভারত সরকার ফের ভিসা দেওয়া শুরু করুক, এতে আমাদের বাস পরিষেবা চালু হবে। তিনি আরও বলেন , ‘তিনজন কর্মী কাউন্টারে কাজ করি। কাউন্টার চালাতে খরচ রয়েছে। এমন চললে তো কাউন্টারের ঝাঁপ বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না।’
অন্যদিকে মাথায় হাত পড়েছে হাসমি চক, মহাত্মা গান্ধি চক, জংশন, মাল্লাগুড়ি, বিধান মার্কেট অঞ্চলে থাকা হোটেল মালিকগুলির।তারা জানিয়েছেন ‘সরকার পতনের পর বাংলাদেশের নাগরিকদের যাতায়াত শিলিগুড়িতে একেবারে কমে গিয়েছে।’ আরো জানিয়েছেন, যারা আগের থেকে টুরিস্ট ভিসা নিয়ে এসেছিলেন তারাও ফিরে যাচ্ছেন বর্তমানে চলা ভারত বাংলাদেশের সীমান্তে চলা উত্তপ্ত পরিস্থিতির কারণে।যার জেরে প্রায় বন্ধের মুখে পড়েছে হোটেল গুলি।