
ওঙ্কার ডেস্ক:বাংলাদেশে আটকে রয়েছেন কাকদ্বীপের ৯৫ জন মৎস্যজীবী, তাদেরই ফেরাতে উদ্যোগী নবান্ন। প্রায় দুমাস আগে কাকদ্বীপে দুটি ট্রলার আটক করেছিল বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনী। বাংলাদেশের অভিযোগ, তাদের জলসীমার মধ্যে ঢুকে পড়েছিল দুটি ট্রলার। সেই ট্রলারে থাকা ৯৫ জন মৎস্যজীবীকে গ্রেফতার করে রাখা হয়েছেবাংলাদেশের জেলে, ফলে চিন্তিত তাদের পরিবার। কাকদ্বীপের তৃনমূল বিধায়ক মন্টুরাম পাখিরা জানিয়েছেন, আটক মৎসজীবীদের দেশে ফেরানোর বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তদারকি করছেন। বিষয়টি জানার পরই তাঁদের ভারতে ফিরিয়ে আনার জন্য উদ্যোগী হয়েছেন। বাংলাদেশে আটকে থাকা ভারতীয় মৎস্যজীবীদের পরিবারের কথাও কাকদ্বীপের বিধায়কের কাছে জানতে চান মুখ্যমন্ত্রী। যত শীঘ্র সম্ভব তাদের দেশে ফেরানোর ব্যাবস্থা করা হবে বলে জানা যাচ্ছে, সেই সঙ্গে ভারতে আটকে থাকা বাংলাদেশি মৎস্যজীবীদেরও দেশে ফেরত পাঠানর বন্দোবস্ত করা হবে বলেও জানা গেছে। মৎসজীবীদের ঘরে ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্যর,এই সংবাদে তারা খুব খুশি। মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন তারা।