
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা মেনে নিল ইউনূস সরকার। সংখ্যালঘুদের উপর হামলায় এখনো পর্যন্ত ৮৮টি মামলা দায়ের করেছে বাংলাদেশ প্রশাসন। সংখ্যালঘুদের টার্গেট করে আক্রমণে, এখনো ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। একথা দাবি করেছেন, ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি এও জানিয়েছেন হিংসা কাণ্ডে গ্রেফতারের সংখ্যা আরো বাড়বে।