
ওঙ্কার ডেস্ক: অন্তর্বর্তী সরকার দেশ চালাতে ‘ব্যর্থ’। তিনিই দেশে ফিরে হত্যাকারীদের বিচার করবেন, ভারতে থেকে এমন বার্তা দিলেন বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার সরকার গত বছর জুলাই মাসে ছাত্র বিক্ষোভের সময় মানবতাবিরোধী কার্যকলাপে যুক্ত ছিল বলে রিপোর্ট দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। যা নিয়ে চলছে চর্চা, সেই আবহে শেখ হাসিনার এই বার্তা ঘিরে ফের শুরু হয়েছে জল্পনা।
সোমবার রাতে হাসিনার দল আওয়ামী লীগের সমাজমাধ্যমের পেজ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করা হয়। নিজের বক্তৃতার পরে বাংলাদেশের বেশ কয়েকজন সাধারণ মহিলার সঙ্গেও কথা বলেন তিনি। জুলাই আন্দোলনের সময় নিহত এক পুলিশ কর্মীর স্ত্রী শেখ হাসিনার কাছে সাহায্য প্রার্থনা করেন। তার জবাবে হাসিনা বলেন, ‘অবশ্যই আমি সাহায্য করব। আমি আসব।’
হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাদের দাবি, জুলাই-অগস্ট মাসের আন্দোলনের সময়ে আক্রান্ত ও নিহত পুলিশকর্মীদের পরিবার বিচার পাচ্ছেন না। বর্তমান অন্তর্বর্তী সরকার তাঁদের বিচারের বিষয়ে কোনও তৎপরতা দেখাচ্ছে না বলেও অভিযোগ। তাঁদের উদ্দেশে হাসিনার আশ্বাস, ওই পরিবারগুলিও সুবিচার পাবে। তিনি বলেন, ‘আমি আছি। আমি অবশ্যই এর বিচার কোনও না কোনও দিন করব। ওরা যতই দায়মুক্তি দিক, এই হত্যার দায়মুক্তি হয় না। হত্যার বিচার হয়। আমার বাবা-মা, তিন ভাইকে যখন হত্যা করেছিল, তখনও দায়মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু আমি তাদের বিচার করেছি। এই পুলিশহত্যার বিচারও আমি করব একদিন।’