
অঞ্জন চট্টোপাধ্যায়: শনিবার বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হতে চলেছে, বাংলাদেশের বনাম নেদারল্যান্ডস। ইডেনে হবে এই ম্যাচ। ক্রিকেটের নন্দনকাননে এই বিশ্বকাপের এটাই প্রথম ম্যাচ সাকিবের প্রশংসা করা উচিত ইডেনে নামার আগে বললেন তাসকি। লক্ষ্মীপুজোয় ইডেনে নেদারল্যান্ডসের মুখোমুখি বাংলাদেশ। এটাই ইডেনে চলতি বিশ্বকাপের বোধন। তবে বাংলাদেশের সমস্যা একের পরে এক হার আর অধিনায়ক সাকিব আল হাসানের হটাৎ দেশে ফিরে যাওয়ার মত সমস্যা রয়েছে। শুক্রবার সাকিব অনুশীলনে এলেন শনিবারের ম্যাচে খেলবেন বলে। সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ সাকিব ইস্যুতে বলেন,টিম ম্যানেজমেন্ট অনুমতি নিয়েই দেশে ফিরেছিল সাকিব। আশা করি ও ফর্ম ফিরে পাবে ক্রিকেটের নন্দনকানন
ইডেন নিয়ে তাসকিন বলেন,ইডেনে বেশি খেলার সুযোগ পাইনি বলে আফসোস আছে। আমরা ভারতে খেলতে ভালোবাসি। ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপে খেলেছি। কিন্তু এখানে আরও বেশি খেলতে চাই।
প্রতিপক্ষ নেদারল্যান্ডস তাসকিনের বক্তব্য ,নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। নেদারল্যান্ডস জায়ান্ট কিলার।
জেতার মানসিকতা বজায় রাখতে হবে বদ্ধ পরিকর বাংলাদেশ। তাসকিন বলেন,জিততে চাই শুধু বললে হবে না। ফোকাস বজায় রেখে সেটা কাজে করে দেখাতে হবে।