
বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার ও চিন্ময় দাস প্রভুর মুক্তি দাবিতে বাংলাদেশ সহ ভারত জুড়ে চলছে আন্দোলন।সেই আন্দোলনের ঢেউ দেখা গেলো উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকায়। বনগাঁর বাটার মোড়ে সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে চিন্ময় দাস প্রভুর মুক্তির দাবিতে বিক্ষোভ অবরোধ করা হয় ।
বিক্ষোভকারীদের দাবি ইউনুস সরকার আসার পর থেকে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বেড়েছে। হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদ করায় প্রভু চিন্ময় দাসকে কোন কারণ ছাড়াই গ্রেফতার করেছে দেশের প্রশাসন। তারা আরো বলেন অবিলম্বে চিন্ময় প্রভুর মুক্তি ও হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনর হুঁশিয়ারিও দেন তারা। এদিন উত্তর ২৪ পরগনায় বনগাঁ বাটার মোড়ে থেকে মিছিল শুরু করে বনগাঁ মতিগঞ্জ বাটার মোড়ে এসে শেষ হয়। প্রায় আধঘণ্টা চলে এই বিক্ষোভ এবং পথ অবরোধ।