
ওঙ্কার ডেস্ক: ফের অবৈধভাবে ভারতে প্রবেশ। বেআইনিভাবে ভারতে প্রবেশ করায় নদীয়ার হাঁসখালি থানার পুলিশ গ্রেফতার করল তিন বাংলাদেশি নাগরিককে। তাঁদেরকে সহযোগিতা করার জন্য গ্রেফতার করা হয়েছে এক ভারতীয় দালালকেও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিন বাংলাদেশির মধ্যে একজন মহিলা ও দু’জন পুরুষ। ধৃত বাংলাদেশিদের নাম, অভি মিঞা, সুজ্জ্বল মিঞা এবং তানিয়া আখতার। ধৃতরা বাংলাদেশের ঘনিগলা, দক্ষিণ মনোহরপুর, এবং আক্তারইল্লা এলাকার বাসিন্দা। যে ভারতীয় দালালকে গ্রেফতার করা হয়েছে তার নাম শরিফুল মণ্ডল। তিনি হাঁসখালি থানার রামনগর খিদিরপুর পাড়ার বাসিন্দা। বৃহস্পতিবার চারজনকে আদালতে পাঠিয়েছে হাঁসখালি থানার পুলিশ।
প্রসঙ্গত, বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর সেদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে। সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর ও উপাসনাস্থলে হামলার অভিযোগও উঠেছে। ফলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে তৈরি হয়েছে তিক্ততা। সেই আবহে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে চলছে চর্চা।
ভিডিও দেখুন-