
সূর্যজ্যোতি পাল, কোচবিহার: ভারত বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কোচবিহারের চিলাহাটিতে বেআইনিভাবে প্রবেশ করে হাতে নাতে ধরা পড়লো এক বাংলাদেশি। ধৃত ব্যক্তির নাম মোহম্মদ হোসেন, তিনি বাংলাদেশের কুষ্টিয়ার বাসিন্দা। কোচবিহার জেলার হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। জানা গেছে, কাঁটা তারের বেড়া না থাকায় কুয়াশায় পথ ভুলে ভারতে চায়ের দোকানে আসে ওই বাংলাদেশি। রবিবার সকালে ভারতের সীমান্ত গ্রাম ভাওলাগঞ্জের মোড়ে চা খাওয়ার পর, টাকা মেটাতে গেলে দোকানদারের সন্দেহ হয়। দোকানদার খবর দেয় হলদিবাড়ি থানায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে, তার কথায় অসঙ্গতি পেয়ে তাকে গ্রেফতার করে হলদিবাড়ি থানার পুলিশ। জানা গেছে, জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরবাড়ি গ্রাম পঞ্চায়েতের ভারত- বাংলাদেশ উন্মুক্ত সীমান্ত দিয়ে ভারতের মূলভূখণ্ডে প্রবেশ করে ওই ব্যক্তি। তার কাছ থেকে বাংলাদেশী ৬০০ টাকাও পাওয়া গেছে। সোমবার ওই ব্যক্তিকে মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হয়েছে। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ভিডিও দেখুন-