
ওঙ্কার ডেস্ক:বাংলাদেশ প্রশাসন ও সেদেশের নাগরিকদের একাধিক অভিযোগ রয়েছে,ভারতের বিরুদ্ধে । বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা,বর্ডারে সে দেশের নাগরিকদের গুলি করে খুন করা সহ একাধিক অভিযোগ রয়েছে তাদের।কিন্তু বিপরীত ছবি দেখা যাচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে। একের পর এক অনৈতিক কাজ করার অভিযোগ বাংলাদেশিদের বিরুদ্ধে করছেন এপারের বাসিন্দারা। নদীয়ার গেদে সীমান্তের বাসিন্দাদের অভিযোগ জমির ফসল কেটে নিয়ে পালিয়ে যাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। কিছু বলতে গেলেই প্রাণের হুমকি দেওয়া হচ্ছে চাষিদের।
সীমান্তবর্তী এলাকায় জিরো পয়েন্টে কয়েক দশক ধরে চাষাবাদ করছে ভারতীয় কৃষকরা। বাংলাদেশের উত্তেজনাকর পরিস্থিতির কথা মাথায় রেখে ,সীমান্তে বাড়তি নজরদারিও করছে বি এস এফ। কিন্তু এলাকাবাসীর অভিযোগ কাঁটাতারের কাছে পাহারা দিলেও জিরো পয়েন্টের দিকে বি এস এফের জওয়ানেরা আসতে চায়না। আর তাই আতঙ্কে রয়েছে কৃষকরা। তাদের দাবি বি এফ এফ জিরো পয়েন্টের দিকে নজরদারি চালাক।