
বাবলু প্রামানিক,দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুর থেকে গ্রেফতার ৫ বাংলাদেশী। সোমবার সকালবেলা সোনারপুরের বৈকুণ্ঠপুর এলাকা থেকে ওই পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ বৈকুন্ঠপুর এলাকায় হানা দিয়ে ওই বাংলাদেশীদের গ্রেফতার করে।পুলিশ সূত্রে জানা গেছে বেআইনি ভাবে ভারতে প্রবেশ করে , সোনারপুরে একটি বাড়িতে ভাড়া থাকত ওই ৫ জন বাংলাদেশী। প্রতিবেশীদের সঙ্গেও মেলামেশা করত না তারা। বর্তমানে বাড়ির মালিক পলাতক। পুলিশ তার খোঁজ শুরু করেছে। ওই ৫ বাংলাদেশী কোন উদ্দেশে ও কীভাবে ভারতে এসছিল সে বিষয়ে জানার চেষ্টা করছে পুলিশ।