
শুভম কর্মকার, বাঁকুড়া : সামনেই বাঙালির প্রাণের উৎসব, দুর্গোৎসব. হাতে আর মাত্র দু মাস. কুমোরটুলিগুলোতে ব্যস্ততা চরমে. বেশকিছু জায়গায় শুরু হয়ে গেছে প্যান্ডেল তৈরির কাজ. কোথাও সাবেকিয়ানায় জোর, কোথাও আবার থিমের চমক. এর মাঝেই পুয়াবাগান সার্বজনীন দূর্গোৎসব কমিটির খুঁটিপূজো হয়ে গেল রবিবার. এবার ৩২ বছরে পা রাথচে চলেছে এি পুজো. আর এবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত সেলুলার জেল উঠে আসছে তাদের থিমে. ভারতবর্ষকে স্বাধীন করতে বিপ্লবীদের জীবন যাভাবে দুর্বিষহ করে তুলেছিল ব্রিটিশরা, তাই এবার ফুটে উঠবে থিমে. খুঁটিপুজোর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে যাবতীয় প্রস্তুতির সূচনা হয়ে গেল।
প্রতিবছর নিত্য নতুন থিমের মাধ্যমে দর্শণার্থীদের মনোরঞ্জন করে পুয়াবাগান সার্বজনীন দূর্গোৎসব কমিটি. পূজোর চারটে দিন উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায় এখানে। এবার স্বাধীনতা আন্দোলনকে দমনের চেষ্টার অঙ্গ হিসেবে তৈরী আন্দামানের সেলুলার জেলকে থিম হিসেবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। মাত্র ২০ থেকে ২৫ লক্ষ টাকা বাজেটে তৈরী এবার এই মণ্ডপে এলে ইতিহাসকে আরও একবার ছুঁয়ে দেখার সুযোগ পাবেন আপনিও.