
আমজাদ আলি শেখ: গলসি: ফের প্রকাশ্য দিবালোকে চললো গুলি।বাঁকুড়ায় গুলিবিদ্ধ হলেন পূর্ব বর্ধমান জেলার গলসির এক তৃনমূল নেতা সহ দুই তৃনমূল কর্মী । জানা গেছে একটি নিল রংয়ের অল্টো গাড়িতে করে যাওয়ার সময় ওই তিন তৃনমূল নেতাকে লক্ষ করে দিনদুপুরে গুলি চালায় দুষ্কৃতীরা । গুলিবিদ্ধ হন পূর্ব গলসির তৃণমূলের আইএনটিটিইউ সি এর নেতা নুরমহম্মদ শা ওরফে টগর। তাছাড়াও গাড়িতে থাকা আর বেশ কয়েকজনের গুলি লেগেছে বলে জানা গেছে। এদিন দুপুরে নীল গাড়িটি নিয়ে কোট থেকে বের হতেই একটি বাইক নিয়ে পিছনে ধাওয়া করে আততায়ীরা। এরপরই গাড়ি লক্ষ করে পিছন ও বাম দিক থেকে এলোপাথারি গুলি চালায় দুস্কৃতিরা।
ঘটনার পরই পুলিশ তাদের বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। নুর মহম্মদ শাহর অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে।