
শুভম কর্মকার, বাঁকুড়া:
২০২৩ সালে অক্টোবর মাসে কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালি প্রতিহার অভিষেক বন্দ্যোপাধ্যায় এর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন । এবার ওই বিধায়কের উদ্যোগে কোতুলপুর এ তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হয়ে উঠলো। কোতুলপুর ব্লক এলাকা থেকে ৫০টি পরিবারের মোট শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলেন। ওই কর্মীদের উত্তরীয় ও তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে দেন কোতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তরুণ কুমার এবং কোতুলপুর এর বিধায়ক হরকালি প্রতিহার। কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহারের দাবি আগামী দিনে কোতুলপুরে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে আজ থেকে সেই প্রক্রিয়া শুরু হলো।বিজেপি থেকে তৃণমূলে যোগদান করা এক কর্মী জানান মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যাযের উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়ে তারা তৃণমূলে যোগদান করেছেন।এই বিষয়ে বিজেপি জানিয়েছে কিছু ধান্দাবাজ বিজেপি করতে এসেছিল, দরকার ফুরিয়ে গেছে আবার তৃণমূলে যোগদান করেছে।
বিধায়কের পর ১০০ জন বিজেপি কর্মী তৃনমূলে যোগ দেওয়ায় ,কোতোলপুরে ফের শক্তি বৃদ্ধি হলো শাসকদলের।