
শুভম কর্মকার, বাঁকুড়া : বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এবার লড়াই ত্রিমুখী. বিজেপির হয়ে লড়ছেন ডঃ সুভাষ সরকার. তৃণমূল প্রার্থী করেছে অরূপ চক্রবর্তীকে. আর বামেরা আস্থা রেখেছে সিপিআইএম-এর নীলাঞ্জন দাশগুপ্তর ওপর. প্রতিদ্বন্দ্বিদের জোর টক্কর দিতে বুধবার সকাল থেকেই প্রচারে নেমে পড়েছেন নীলাঞ্জন দাশগুপ্ত. বাঁকুড়া জেলার ইন্দপুর ব্লকের বিভিন্ন গ্রামে প্রচার করলেন তিনি. পায়ে হেঁটে ঘুরলেন পাড়া থেকে পাড়া, বাড়ি বাড়ি গিয়ে কথাও বললেন সাধারণ মানুষের সঙ্গে. নীলাঞ্জন দাশগুপ্তের সঙ্গে এদিন পা মেলালো প্রচুর কর্মী-সমর্থক.
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাম প্রার্থী জানান, জলকষ্টে ভুগছেন এলাকার মানুষ. পাশাপাশি, রাস্তা-ঘাটের অবস্থাও শোচনীয়. স্বাস্থ্য পরিষেবারও বেহাল অবস্থা.
এছাড়াও তিনি বলেন, মিছিলে খুব ভাল সাড়া মিলছে সাধারণ মানুষের. পাশাপাশি, বাঁকুড়ার প্রাক্তন সাংসদ তথা এবারের বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে নিশানা করে তিনি বলেন, ‘প্রাক্তন সাংসদ যে কোনও কাজ করেননি, তা মানুষ জানেন. এখন মানুষ লাল পতাকাতেই ভসা করেন’