
শুভম কর্মকার,বাঁকুড়া : বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে সাঁওতালী মাধ্যমে স্নাতকোত্তর স্তরে পঠন পাঠনের দাবি জানিয়ে আন্দোলন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সাঁওতালী বিভাগের স্নাতক স্তরের ছাত্র ছাত্রীরা। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা বিক্ষোভ কর্মসূচী করেন।বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সাঁওতালী বিভাগের স্নাতক স্তরের ছাত্র ছাত্রীদের তরফে বলা হয়েছে, চলতি শিক্ষা বর্ষে তাদের স্নাতক পাঠক্রম শেষ হয়েছে। কিন্তু এখনও স্নাতকোত্তর স্তরে সাঁওতালী মাধ্যমে পাঠক্রম শুরু হয়নি। স্নাতকোত্তর স্তরে সাঁওতালী মাধ্যম শুরু করার জন্য এই বিক্ষোভ বলে জানান ছাত্র ছাত্রীরা।
স্নাতক স্তরের ছাত্র ছাত্রীদের সঙ্গে এদিন আন্দোলনে যুক্ত হয় ভারত জাকাত মাঝি পারগানা মহল। তারা জানান, শিক্ষা দপ্তরের টালবাহানার জন্যই স্নাতকোত্তর স্তরে এখনও সাঁওতাল মাধ্যমে পাঠক্রম শুরু হয়নি।
এদিন কলেজ চত্বরে বিক্ষোভ অবস্থান করে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সাঁওতালী বিভাগের স্নাতক স্তরের ছাত্র ছাত্রীরা। স্নাতকোত্তর স্তরে সাঁওতালী মাধ্যমে দ্রুত পঠন পাঠন শুরু না হলে আন্দোলন জারি থাকবে বলে জানান ছাত্র-ছাত্রীরা।