
শুভম কর্মকার,বাঁকুড়া:অভিষেক বন্দোপাধ্যায়ের সভায় ছদ্মবেশে হাজির হওয়া মহিলা তৃনমূল কর্মীর উপর হামলার প্রতিবাদে গ্রেফতার হলেন অন্দা ব্লকের সাধারণ সম্পাদক দুলাল দে। ব্যাপক চাঞ্চল্য বাঁকুড়া জেলায়।স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার ওন্দা ব্লকের তৃনমূলের সাধারণ সম্পাদক আশিস দে ,চাকরী দেওয়ার নাম করে ৯৫ হাজার টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ করেছিলেন স্থানীয় গৃহবধূ প্রিয়াঙ্কা গোস্বামী। ।বারবার প্রশাসনকে জানিয়ে কোন সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন প্রিয়াঙ্কা।তাই ওন্দায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা চলাকালীন প্রিয়াঙ্কা গোস্বামী বৃদ্ধার ছদ্মবেশে হাজির হয়ে সভা শেষে চিৎকার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজর কাড়েন । সে সময় প্রিয়াঙ্কার কাছে অভিযোগ শুনে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ ও প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কিন্তু তারপরও অভিযুক্ত আশিস দে তৃনমূলের পদে থেকে গিয়েছিলেন বহাল তবিয়তে। সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে দল তাঁকে প্রার্থীও করে। অভিযোগ ভোট মিটতেই গত ১২ জুলাই আশিস দে র নেতৃত্বে হামলা চালানো হয় প্রিয়াঙ্কার স্বামী সুব্রত গোস্বামীর উপর। স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন প্রিয়াঙ্কাও। বিষয়টি গত ১৩ জুলাই ওন্দা থানায় লিখিত ভাবে জানান প্রিয়াঙ্কা।
এরপর শুক্রবার রাতে ওন্দা থানার পুলিশ অভিযুক্ত তৃনমূল নেতা আশিস দে কে গ্রেফতার করে। তাঁদের দাবী অবিলম্বে অভিযুক্ত আশিস দে কে দলের সমস্ত পদ থেকে বহিস্কার করার পাশাপাশি আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করতে হবে।
এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ায়।অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশ থাকা সত্বেও দুলাল দে কিভাবে স্বপদে বহাল থাকলেন এবং ভোট প্রার্থী হলেন,সেই প্রশ্নও উঠতে শুরু করেছে