
প্রতীতি ঘোষ,ব্যারাকপুর:৩১ জানুয়ারি প্রকাশ্য দিবালোকে খুন হন তৃণমূল কর্মী সন্তোষ যাদব। খুন হওয়ার পর থেকেই শাসকদলের নেতারা প্রকাশ্যে বলতে থাকেন এই ঘটনার পিছনে মদত রয়েছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের । শুক্রবার তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে খুনের প্রতিবাদে নৈহাটির নদীয়া জুট মিল থেকে গৌরীপুর মীরাবাগার মাঠ পর্যন্ত বিরাট মিছিল করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মিছিলে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, শিল্পাঞ্চলের ৬ জন বিধায়ক ও চেয়ারম্যানরা। এরপর মিরা বাগানের প্রতিবাদ সভায় প্রত্যেকেই এক স্বরে নিশানা করেন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ কে। এমনকি ব্যারাকপুর থেকে অর্জুন সিং এর গুন্ডারাজ খতম করার শপথ নেন সমস্ত বিধায়করা এবং সাংসদ নিজেও।সাংসদ পার্থ ভৌমিক বলেন, তৃণমূল কর্মীদের খুনিরা অর্জুন সিং এর মদতেই ভিন রাজ্যে পালিয়ে গেছিল ।ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ তাদের কয়েকজনকে গ্রেফতার করেছে।