সুকান্ত চট্টোপাধ্যায়, বারাসাত:শনিবার বারাসাতের বিভিন্ন রেশন দোকানে গিয়ে উপভোক্তাদের সঙ্গে কথা বলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। উপভোক্তাদের সাথে কথা বলার পাশাপাশি রেশন ডিলারদের বিষয়ে গ্রাহকদের কাছ থেকে খোঁজ-খবর নেন তিনি।জিনিসপত্রের মান ভালো বলে জানালেন এক উপভোক্তা।
এদিন সাধারণ মানুষের অভিযোগের কথাও শোনেন খাদ্যমন্ত্রী। বারাসাত নতুন পুকুরের একটি রেশন দোকানের দোকানদারের বিরুদ্ধে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ পান তিনি। বিষয়টি সম্পর্কে জেনে নিয়ে খাদ্য মন্ত্রী সাংবাদিকদের জানান আসলে নন পিডিআইটেম। কিছু সামগ্রী রেশন দোকানে বিক্রি করা যায়, সেই জিনিসের জন্য টাকা নিয়েছিলেন ওই রেশনের দোকানদার ।দোকানদারের সঙ্গে উপভোক্তাদের যাতে কোন ধরনের ঝামেলা না হয় সেজন্য নন পিডি আইটেমের আলাদা তালিকা তৈরি করে তা দোকানে লাগানোর নির্দেশ দেন খাদ্যমন্ত্রী।