
আমজাদ আলি শেখ,পূর্ব বর্ধমান:ভেঙে পড়লো বর্ধমান স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে অবস্থিত জলের ট্যাংক। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের,আহত বেশ কয়েকজন।। এই ঘটনার জেরে দুই এবং তিন নম্বর প্লাটফর্মে বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। অন্যান্য প্ল্যাটফর্মগুলিতে ট্রেন চলছে ধীর গতিতে।
স্থানীয় সূত্রে জানা গেছে ১৫ হাজার ৮০০ গ্যালনের বিশাল জলের ট্যাঙ্কটি রাখা ছিল বর্ধমান স্টেশনের ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের উপরে। এদিন সেটি আচমকাই ভেঙে পড়ে। সেই সময় প্ল্যাটফর্মে বেশ কয়েকজন যাত্রী ছিলেন। তাঁদের গায়ের উপরই ভেঙে পড়ে সেটি। ।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেলপুলিশ ও দমকল কর্মীরা। তারা উদ্ধার কাজে হাত লাগায় রেল যাত্রীরাও। আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যালে কলেজে নিয়ে যাওয়া হয়েছে।