
নিজস্ব প্রতিনিধিঃ গতবছর অর্থাৎ ২০২৩ সালের ২৪ মে ব্যারাকপুর আনন্দপুরী সোনার দোকানে ডাকাতি করতে এসে বাধা পায় একদল ডাকাত। তারপর সেখানে গুলি চালায় তারা। ডাকাতদের ছোরা গুলিতে নিহত হন সোনার দোকানের মালিক নীলাদ্রি সিংহ।
তারপরেই পুলিশি হেফাজতে যায় তারা। ঘটনাটি ঘটে যাওয়ার ১বছর পর গত শনিবার মামলায় অতিরিক্ত জেলা দায়রা আদালতে আসামিদের দোষী সাব্যস্ত করা হয় । অভিযুক্ত উত্তম কুমার উপাধ্যায়, সাফি খান ওরফে সনু, জামসেদ আনসারী, রাজবীর সিং, আসিফ খান ওরফে আশিষ কুমার রায়কে সোমবার সাজা ঘোষণা করার কথা থাকলেও শুক্রবার তাদের আবার আদালতে তোলা হয়। বিচার শেষে অভিযুক্ত এই পাঁচজনকে বিচারক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।
এই রায়দানের পর নিহতের পরিবারের আইনজীবী বলেন, এই ঘটনাটি যেহেতু বিরলতম ঘটনা নয় তাই মহামান্য বিচারক ফাঁসির দাবি গ্রহণ করেন নি।পাশাপাশি এই রায়দানে খুশি নন নিহত নীলাদ্রি সিংহের বাবাও। নীলরতন সিংহ আরও বলেন, তিনি এই ঘটনার সঠিক বিচারের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হবেন