
প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগনাঃ ব্যারাকপুর শুট আউট ঘটনায় জড়িত তিন দুষ্কৃতিকে গ্রেফতার করল পুলিশ । বুধবার দিন দুপুরে ব্যারাকপুরের সবজি মহল আবদালি বাজারে শুট আউটের ঘটনা ঘটে । গুলির আওয়াজ পাওয়া মাত্রই কেঁপে ওঠে গোটা এলাকা। বাইকে করে এসে তিন দুষ্কৃতি গুলি চালায় মোহাম্মদ ইমদাদ নামে এক যুবকের উপর।
আক্রান্তের বয়ান অনুযায়ী পুলিশ বুধবার গভীর রাতে সোদপুর অটো স্ট্যান্ড থেকে অভিযুক্ত তিনজনকে পাকড়াও করেছে। বৃহস্পতিবার ব্যরাকপুর পুলিশ কমিশনারের ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝাঁ সাংবাদিক বৈঠকে জানান, শুট আউটের ঘটনায় অভিযুক্ত তিন দুষ্কৃতি শেখ কৌশর ওরফে আরিয়ান, কুলদীপ দাস ওরফে চুয়া ও দীপক বাল্মীকি পাইপ রোডের বাসিন্দা । ঐ তিন দুষ্কৃতির সঙ্গে আক্রান্ত যুবকের আগে থেকেই বন্ধুত্ব ছিল। কিছুদিন আগে কোনও একটি বিষয়ে তাদের ঝামেলা হয়েছিল ,যার জেরেই এই ঘটনা। তিনি আরও জানান ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করে জানা হবে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত যুবকের অবস্থা আগের তুলনায় স্থিতিশীল।