
প্রতীতি ঘোষ, ওঙ্কার বাংলা: দ্রুত গতিতে যানবাহন চলাচলের জন্য সম্প্রসারণ করা হয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। বেশীরভাগ অংশে কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে। অন্যদিকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে বেড়েছে যান চলাচল। দুই এক্সপ্রেসওয়ের কোথাও কোথাও বাধা হয়ে দাঁড়িয়েছে টোটো। কোনওরকম নিয়মের তোয়াক্কা না করে যত্রতত্র টোটো চলাচল শুরু হয়েছে। যা নিয়ে তৈরী হয়েছে দুর্ঘটনার আশঙ্কা। এবার এই নিয়ে বড় নির্দেশিকা জারি করল ব্যারাকপুরের পুলিশ কমিশনারেট।
শুক্রবার ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া জানান, কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে টোটো চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এদিন তিনি বলেন, দুই এক্সপ্রেসওয়েতে টোটো দেখলেই তা সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট টোটো চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। ইতিমধ্যে টোটো চালকদের সচেতন করতে নিষেধাজ্ঞার কথা ব্যানার দিয়ে টাঙানো হয়েছে দুই এক্সপ্রেসওয়েতে।