
প্রতীতি ঘশ,ব্যারাকপুর ঃ রাজ্যে অনাহার এবং পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর মতে, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক যে বাংলার মাটিতে অনাহার এবং পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জাতির জনক মহাত্মা গান্ধী বলেছিলেন কোন সভ্য সমাজে এই অনাহারের ঘটনা থাকতে পারে না। রাজ্য সরকারের এই বিষয়টি দেখা উচিত। প্রসঙ্গত, জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বুধবার সকালে ব্যারাকপুর গান্ধীঘাটে উপস্থিত ছিলেন রাজ্যপাল। সেখানে তিনি প্রার্থনা সভায় যোগ দিয়েছিলেন।রাজ্যপাল ছাড়াও গান্ধীঘাটে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পান্থ, উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী ,ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক প্রমুখ।