
প্রতীতি ঘোষ,ব্যারাকপুর: আজ ১৫ই আগস্ট,স্বাধীনতা দিবস। দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে এই দিনটি। সমগ্র দেশের পাশাপাশি বাংলার বিভিন্ন প্রান্তেও উদযাপন করা হচ্ছে ভারতের স্বাধীনতা দিবস। উত্তর ২৪ পরগণার ব্যারাকপুরেও দেখা গেল একই চিত্র। মঙ্গলবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ব্যারাকপুর গান্ধী ঘাটে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। এদিন দেশের পতাকা উত্তোলন করেন রাজ্যপাল। পতাকা উত্তোলনের পর গান্ধীজীর প্রতীকীতে মাল্যদান করে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠান শেষে এদিন সংবাদমাধ্যমের সামনে মন্ত্রী পার্থ ভৌমিক বলেন ,বহু বাঙালি আন্দামান সেলুলার জেলে ছিলেন,কিন্তু তাদের স্মৃতিতে কোন এয়ারপোর্টের নামকরণ করা হয়নি।