
প্রতীতি ঘোষ,ব্যারাকপুর:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো সরকারি জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে রাজ্য জুড়ে।সেই মতোই বৃহস্পতিবার ব্যারাকপুর স্টেশন সংলগ্ন এসএন ব্যানার্জী রোডের দু’ধারে ফুটপাথ দখল করে থাকা দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হল জেসিবি মেশিন দিয়ে। তবে উচ্ছেদ হওয়া হকারদের পক্ষে কেউই বাধা দিতে এগিয়ে আসেনি। টিটাগড় থানার পুলিশ, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক সৌমানন্দ সরকার, ওসি ট্রাফিক রঞ্জন রুদ্র, টিটাগড় থানার ভারপ্রাপ্ত অধিকারিক তাপস সরকার এবং পুরসভার উপ-পুরপ্রধান সুপ্রভাত ঘোষের উপস্থিতিতে এদিন এসএন ব্যানার্জ্জী রোড এবং স্টেশন সংলগ্ন মঙ্গল পান্ডে সরনিতে উচ্ছেদ অভিযান করা হয়। । উচ্ছেদ প্রসঙ্গে ব্যারাকপুরের উপ-পুরপ্রধান সুপ্রভাত ঘোষ বলেন, গত ১৮ জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। অবৈধ দোকানপাট সরিয়ে নেবার জন্য। কিন্তু সময়সীমার পরেও কিছুদিন সময় দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও কিছু দোকানদার ফুটপাথ থেকে সরে যায়নি। এদিন প্রশাসনের এবং পুর ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে সেই সমস্ত বেআইনি দোকান-পাট ভেঙে দেওয়া হয়েছে।