
প্রতীতি ঘোষ,ব্যারাকপুর:প্রায় দু ঘন্টা পর ব্যারাকপুর থেকে উঠলো ট্রেন অবোরোধ ।
একটি ওভারব্রিজের দাবিতে সোমবার সকাল ৯ টা ৫ মিনিট নাগরিক প্রতিরোধ মঞ্চের ডাকে ব্যারাকপুর রেল স্টেশনে শুরু হয় রেল অবরোধ । হাতে ব্যানার নিয়ে রেল লাইনে নেমে স্লোগান দিতে থাকেন মঞ্চের সদস্যরা।এর ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।সমস্যায় পড়েন নিত্য যাত্রীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল রেল পুলিশ বাহিনী। এর পরে কথা হয় শিয়ালদহ ডিভিশনের এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার এ.কে.সিং এর সঙ্গে নাগরিক প্রতিরোধ মঞ্চের আন্দোলনকারীদের । রেলের পক্ষ থেকে আগামী তিনমাসের মধ্যে ব্রিজ তৈরি করার প্রতিশ্রুতি দেওয়া হয় ।তারপর ১০.৪৫ মিনিটে রেল অবরোধ তুলে নেওয়া হয় নাগরিক প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে ।
এখনো অবধি আপ ও ডাউন লাইনে ২ টি করে মোট ৪ টি ব্যারাকপুর লোকাল বাতিল হয়েছে । তবে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।