
ওঙ্কার ডেস্ক:সালারের পর বহরমপুরে খুন হলেন তৃণমূল কর্মী। মৃত ব্যক্তির নাম প্রদীপ দত্ত। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার রাধারঘাট-১ গ্রাম পঞ্চায়েতের অধীনে নাথপাড়ার মোড়ে।
এ দিন সকালে ওই তৃণমূল কর্মী প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময়ে একটি মোটর সাইকেলে দু’জন দুষ্কৃতি এসে গুলি করে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় গীতারাম হাসপাতালে। সেখানেই ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করেন।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে।এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যক্তিগত শত্রুতা না রাজনৈতিক প্রতিহিংসা সেই বিষয়টি ও খতিয়ে দেখা হচ্ছে