
বাবলু প্রামানিক,বারুইপুর : দীর্ঘদিন বারুইপুর স্টেশন সংলগ্ন জলাশয়ের বেহাল দশা। অভিযোগ, রেল ও পুরসভা দু’পক্ষের তরফেই ওই জলাশয়ে আবর্জনা ফেলা হতো। এর জেরে জলাশয়ের একাংশ প্রায় বন্ধ হয়ে যায় বলে অভিযোগ।জলাশয় বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন এলাকাবাসী।এ বিষয়ে উচ্চ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। এই মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দ্রুত জলাশয়টিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে রেলকে। এ বিষয়ে বারুইপুরের পুরপ্রধান শক্তি রায়চৌধুরী জানান, পুরসভা ওখানে আবর্জনা ফেলেনি। ওটা রেলের জায়গা, রক্ষণাবেক্ষণের দায়িত্ব রেলের। আদালত রেলকেই দায়িত্ব দিয়েছে।
প্রসঙ্গত,বারুইপুরের বিশাল এই জলাশয়টির বেহাল দশা নিয়ে দীর্ঘদিন ধরেই সরব স্থানীয় মানুষজন। কলপুকুর বাঁচাতে স্থানীয় বাসিন্দাদের তৈরি একটি সংগঠন দীর্ঘদিন ধরে লড়াইও চালিয়ে যাচ্ছেন। রেল সহ বিভিন্ন দফতরে কলপুকুর সংস্কারের দাবি জানিয়েছেন তারা। কিন্তু কাজের কাজ হয়নি বলেই অভিযোগ। ওই সংগঠনকে পুকুর সংস্কারের দায়িত্ব নিতে বলে রেল। কিন্তু অভিযোগ, সংশ্লিষ্ট কোনও দফতর পাশে দাঁড়ায়নি। ফলে সংগঠনের পক্ষে পুকুর সংস্কারের খরচের বোঝা সামলানো সম্ভব হয়নি। তারপরেই উচ্চ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। আদলতের পর্যবেক্ষণ তিন সপ্তাহের মধ্যে পুরসভা সহ সংশ্লিষ্ট সব দফতরকে নিয়ে জলাশয়টি পরিদর্শন করে রিপোর্ট পেশ করতে হবে। দু’মাসের মধ্যে জলাশয়টিকে ফিরিয়ে দিতে হবে আগের অবস্থায়।