
বাবলু প্রামাণিক,বারুইপুর:
শনিবার অশান্তি,উত্তেজনার জন্য ভোটদান বিঘ্নিত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ১২ টি বুথে।তাই ওই জেলার বারুইপুর সাবডিভিশনের ১২ টি বুথে আবারো নতুন করে ভোট হবে আগামী সোমবার। বুথগুলির মধ্যে রয়েছে বারুইপুর থানা এলাকার বেগমপুর গ্রাম পঞ্চায়েত ৫৩ নম্বর বুথ । কুলতলী জালাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ৯০ ১৩৬ ও ১৩৭ নম্বর বুথ।
জয়নগর ১ নম্বর ব্লকের ৫৬ নম্বর বুথ । বহুরু ক্রেত গ্রাম পঞ্চায়েতের ৮০/১, ৮০/২, ৮১ , ৮৮ নম্বর বুথ। এছাড়াও জয়নগর দু’নম্বর ব্লকের ময়দা অঞ্চলে ৯৪, ৯৬,৯৭ নম্বর বুথ।
সব মিলিয়ে বারাইপুর সাব ডিভিশন এলাকায় এলাকার বারোটি বুথে সুষ্ঠু এবং অবাধ ভোট করতে বদ্ধপরিকর রাজ্য নির্বাচন কমিশন।