
গোপাল শীল,বাসন্তী: আদি ও নব্য তৃনমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত বাসন্তী। গুরুতর জখম চার তৃণমূল কর্মী। আহতরা প্রত্যেকেই নব্য তৃণমূলের কর্মী। প্রসঙ্গত পঞ্চায়েত ভোটে আদি তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থীদের কাছে হেরে যাওয়ার কারণে বাড়ি ছাড়া ছিলেন অনেক তৃনমূল সমর্থক। সম্প্রতি বাড়িতে ফিরতেই রবিবার দুপুরে তাদের উপর চড়াও হয়ে বাঁশ, লাঠি, রড দিয়ে হামলা চালায় নির্দলরা। । এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় বাসন্তীর কাঠালবেরিয়া লস্কর পাড়ায়। খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। অন্যদিকে আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের আদি ও নব সংগঠনের মধ্যে বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে বলে দাবি পুলিশের।