
গোপাল শীল ,বাসন্তী:
পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে মৃত্যু মিছিল যেন থামতেই চাইছে না। ভোট নিয়ে রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু হল আরও একজনের। নিহতের নাম আজাহার লস্কর ,বয়স ৬২ বছর। দক্ষিন ২৪ পরগনার বাসন্তীর জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের রাধারানীপুরের বাসিন্দা তিনি।
উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনের দিন ২৪১ নম্বর বুথের সামনে তৃণমূল ও আরএসপির মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে গুরুতর জখম হন উভয়পক্ষের অন্তত দশজন। আহতদেরকে উদ্ধার করে প্রথমে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই আজাহার লস্করকে ক্যানিং মহকুমা হাসপাতাল ও পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে দীর্ঘদিন ধরে চিকিৎসার পর বাড়ি ফেরেন। কিন্তু দুদিনের মধ্যেই ফের অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় একটি নার্সিং হোমে ভর্তি করা হয়। সেখানেই শুক্রবার ভোরে মৃত্যু হয় তাঁর। তিনি সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন বলেই দাবি পরিবারের। আজহার লস্করের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।সকাল থেকেই বাড়ির সামনে ভিড় জমিয়েছেন গ্রাম বাসীরা।