
নিজস্ব প্রতিনিধিঃ ১৪ এপ্রিলের মুর্শিদাবাদে বাসন্তী পুজোর শোভাযাত্রার অনুমতি দিলেন বিচারপতি জয় সেনগুপ্তর। বাসন্তী পুজো উপলক্ষে মুর্শিদাবাদের ভারত সেবাশ্রমের পক্ষ থেকে প্রতিবছর এক শোভাযাত্রাআয়োজন করা হয়। কিন্তু দীর্ঘ ৫০ বছর ধরে চলা এই শোভাযাত্রা বেলডাঙা থানার পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। এই ঘটনায় রাজ্যকে প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্তের, কোনো ঘটনা ঘটার আশঙ্কা আছে, শুধু এই যুক্তিতে প্রতিদিনের কাজকর্ম কি আমরা বন্ধ করে বসে থাকবো? গত বিশ বছর ধরে ভারত সেবাশ্রম সংঘ বাসন্তী পুজো উপলক্ষ্যে এই শোভাযাত্রা করে। সেখানে তাদেরই স্কুলের পড়ুয়ারা হাঁটবে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের মিছিলে আপত্তির কারণ কতটা যুক্তি যুক্ত? বলেও রাজ্যের কাছে জানতে চায় বিচারপতি। রাজ্যের গোয়েন্দা সংস্থাকে আরো তথ্য সংগ্রহ করতে বলুক রাজ্য বলেও জানিয়েছেন বিচারপতি। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়েও এই শোভাযাত্রা করতে দিতে হবে। সেক্ষেত্রে পাঁচ হাজার থেকে লোক সংখ্যা তিন হাজার করতে হবে বলে নির্দেশ বিচারপতির।