
সুকান্ত চট্টোপাধ্যায়,বসিরহাট: বাঙালির আবেগে জড়িয়ে রয়েছে ফুটবল। আর সেই ফুটবলকে অন্য মাত্রা দিয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল তথা মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো দলগুলি। দেখা যায় বাঙালিরা ফুটবল নিয়ে আলোচনা হলে এই তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে। তবে শহর বসিরহাট মোহনবাগানের গড় হিসাবে পরিচিত। আর সেখানেই এবার সরস্বতী পূজায় প্রিয় দল “মোহনবাগান” থিম হিসাবে তুলে ধরেছেন পূজা উদ্যোক্তারা। শহর বসিরহাটের ধলতিথা বারুইপাড়ার আমরা ক’জন ক্লাবের এবারের থিম “মোহনবাগানের সেকাল আর একাল”। যেখানে মন্ডপ চত্বরে সর্বত্রই পালতোলা নৌকা ও সবুজ মেরুনের ছোঁয়া। অন্যদিকে একাধিক ফটো গ্যালারি ও ইতিহাস তুলে ধরার মধ্য দিয়ে মোহনবাগানের গৌরবময় দিনগুলোকে মানুষের সামনে তুলে ধরেছেন তারা।
মন্ডপ চত্বরে প্রবেশ করলে দেখা যাবে কোথাও শৈলেন মান্না , চূনী গোস্বামীদের ছবি। আবার কোথাও ব্যা রেটো ও পেত্রাতোসদের ছবিও ঝলমল করছে এই পুজো মণ্ডপে।
পুজোর অন্য তম উদ্যোক্তা কৌশিক আড়ি বলেন, “বর্তমান সময়ে যেভাবে নতুন প্রজন্ম সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে করতে মোবাইলমুখী হয়ে পড়েছে, সেই আসক্তি কাটিয়ে নতুন প্রজন্মকে মাঠমুখি করতে আমাদের এই প্রয়াস।”
ভিডিও দেখুন-