
ওঙ্কার ডেস্ক:লোকসভা নির্বাচন শেষ হয়েছে,ফলাফল ও ঘোষণা হয়ে গেছে।কিন্তু ভোট পরবর্তী হিংসা থামার কোন লক্ষণ নেই বাংলায়।শুক্রবার রাতে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতি।আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার বসিরহাট থানার অন্তর্গত পিফা গ্রাম পঞ্চায়েতের বাঁশতলা এলাকায়।,আক্রান্ত তৃনমূল নেতার নাম আলতাফ মালি। তৃনমূলের অভিযোগ এই ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে।লোকসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে তারা।তবে এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।