
সুকান্ত চট্টোপাধ্যায় : রাজ্যের 20 টি লোকসভা কেন্দ্রে আগেই প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি. জল্পনা মতোই রবিবার আরও 19 টি আসনে প্রার্থী দিল গেরুয়া শিবির. একের পর এক চমক রয়েছে সেই তালিকায়| বসিরহাট থেকে প্রার্থী করা হয়েছে সন্দেশখালি আন্দোলনের প্রতিবাদী মুখ রেখা পাত্র. তারপর থেকেই শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে. রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, রেখা পাত্রকে বসিরহাটে প্রার্থী করা বিজেপির মাস্টারস্ট্রোক. তবে, সোমবার সেই রেখা পাত্রর বিরুদ্ধে পোস্টার পড়ল সন্দেশখালিতে| পোস্টারে লেখা, ‘রেখা পাত্রকে প্রার্থী হিসেবে মানছি না, মানব না’. হোলির মত এই আনন্দ উৎসবের দিনে বিক্ষোভে সামিল হলেন সন্দেশখালির মহিলারা.
এই নিয়ে গেরুয়া ব্রিগেডের দাবি, রেখাকে প্রার্থী করায় ভয় পেয়েছে শাসকদল. তারাই এই পোস্টার লাগিয়েছে.
যদিও তৃণমূলের দাবি, বিজেপির মহিলারাই এই পোস্টার লাগিয়েছে| এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল. তারা নিশ্চিত বসিরহাটে তৃণমূলই জিতবে.
শেষ পর্যন্ত কাদের ঝুলি ভরবে বসিরহাট তথা সন্দেশখালি, সে তো সময়ই বলবে| তবে কে লাগালো পোস্টার, এখন সেটাই জানতে চায় এলাকার মানুষ.