
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি:
অবশেষে দীর্ঘ দিনের পানীয় জলের সমস্যা মিটতে চলেছে জলপাইগুড়ির বাতাবাড়ী চা বাগানের ফরেস্ট বস্তি এলাকায়।সরকারের এই উদ্যোগে খুশি আদিবাসী অধ্যুষিত এই এলাকার বাসিন্দারা।আদিবাসী অধ্যুষিত এই এলাকার একপাশে কুর্তি নদী, অন্যপাশে খরিয়ার বন্দর জঙ্গল এবং বাতাবাড়ি চা বাগান। এরই মাঝে অবস্থিত ছোট্ট জনপদ বাতাবাড়ি চা বাগানের ফরেস্ট বস্তি এলাকা। এই এলাকায় পানীয় জলের সমস্যা এলাকার একটি অন্যতম একটি বড় সমস্যা। পানীয় জলের জন্য এলাকার জনগনের এতদিন কুয়োর জলই ভরসা ছিল। অবশেষে এলাকার জনগণের পানীয় জলের সমস্যা দূর হতে চলছে। জনস্বাস্থ্য ও কারিগারি দপ্তরের তরফে ওই এলাকার বাসিন্দাদের সুবিধার্থে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ শুরু হল। পূজো অর্চনা করে এই কাজের সূচনা করলেন মাটিয়ালি বাতাবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা মিজার, উপপ্রধান ইগনিস টিজ্ঞা, এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য সুজিত বারলা সহ অন্যান্যরা। এই কাজটি সম্পূর্ণ হলে এই এলাকার প্রায় ২০০ টি পরিবার আদিবাসী পরিবারের পানীয় জলের সুবিধা হবে।