
ওঙ্কার ডেস্ক:পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের ব্যাপক সন্ত্রাস,ভোট লুঠ, সার্টিফিকেট কেড়ে নেয়া সহ একাধিক অভিযোগে শুক্রবার রাজ্যের বিডিও অফিস গুলিতে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচী গ্রহণ করেছে বিজেপি । সেই মতোই
দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে ডেপুটেশন জমা দিতে আসেন গঙ্গাসাগরের বিজেপি নেতৃত্ব ও সমর্থকরা। বিডিও অফিস চত্বরে ১৪৪ ধারা থাকার জন্য পুলিশ বাধা দেয়, এর পরেই পুলিশের সঙ্গে বিজেপি নেতাকর্মীদের ধস্তাধস্তি হয় আহত হন কয়েকজন মহিলা বিজেপি সমর্থক। তাদেরকে সাগর গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অপরদিকে বিজেপির বিডিও অফিস অভিযান রুখতে আধা সেনা মোতায়েন করা হয়েছে জলপাইগুড়িতে। গত কাল রাত থেকেই বিডিও অফিসে জারি করা হয়েছে ১৪৪ ধারা।সব মিলিয়ে সকাল থেকেই টানটান উত্তেজনা ।এই বিষয়ে বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি বলেন পঞ্চায়েত ভোটে সব দুর্নীতি এই বিডিও দের মাধ্যমেই করা হয়েছে।তাই আমাদের এই অভিযান।এভাবেই শুক্র বার জেলার বিভিন্ন বিডিও অফিসে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচী গ্রহণ করেছে বিজেপি।একদিকে যখন কলকাতায় শহীদ দিবস পালন করছে তৃনমূল তখন রাজ্য জুড়ে বিজেপির বিডিও অফিস ঘেরাও অভিযান নিয়ে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজ্যের রাজনীতি।