
সঞ্জয় মাঝি, ওঙ্কার বাংলা: ১০ শতাংশ করে ছাড় দেওয়া হবে বাংলাদেশি রোগীদের, এমনটাই ঘোষণা করলো কলকাতার নামকরা হাসপাতাল। উল্লেখ্য হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারের পর অশান্তির পরিস্থিতি বাংলাদেশে। বিক্ষোভ আছড়ে পড়েছে এপার বাংলাতেও। হিন্দু সন্ন্যাসীকে অবিলম্বে মুক্তির দাবিতে প্রতিবাদ বিক্ষোভ সংঘটিত হয়েছে কলকাতায়। এই আবহে পশ্চিমবঙ্গে কেউ কেউ বাংলাদেশী রোগীদের বয়কটের দাবি জানিয়েছিলেন। কিন্তু সেই দাবির বিপরীতে গিয়ে বড় ঘোষণা করল দক্ষিণ কলকাতার বেহালা বালানন্দ ব্রহ্মচারী হাসপাতাল এবং গবেষণা কেন্দ্র। বাংলাদেশী রোগীদের জন্য চিকিৎসা পরিষেবার উপর ১০ শতাংশ ছাড়ের ঘোষণা করেছে এই হাসপাতাল। বুধবার হাসপাতালের সম্পাদক দীপক সরকার এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন।
১৯৫২ সাল থেকে পথ চলা শুরু হয় বেহালা বালানন্দ ব্রহ্মচারী হাসপাতালের। জাতি, ধর্ম, ভাষা নির্বিশেষে পরিষেবা দিতে তারা বদ্ধ পরিকর বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
ভিডিও দেখুন-