
সোমনাথ মুখোপাধ্যায়, কলকাতাঃ স্কুল যাওয়ার পথে বেহালায় দুর্ঘটনা। ঘটনায় মৃত্যু দ্বিতীয় শ্রেণির ছাত্র সৌরনীল সরকারের। দুর্ঘটনাকে ঘিরে অশান্তি বেহালায়। সাতসকালে রণক্ষেত্রের চেহারা নেয় বেহালা চৌরাস্তা। পড়ুয়ার দেহ ফেলে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি, বাইক। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ার গ্যাসের সেল ফাটায় বলে অভিযোগ। ঘটনায় যখম পুলিশ এবং সাধারন মানুষ। ঘটনার জেরে প্রায় ২ ঘণ্টা অবরুদ্ধ থাকে ডায়মন্ড হারবার রোড এবং জেমস লং সরণী। এবার ঘটনার কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নাবান্ন সূত্রের খবর, বেহালার ঘটনা নিয়ে মুখ্যসচিবের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই লালবাজারের কাছে ঘটনার রিপোর্ট তলব করেছে নবান্ন। ঘটনাস্থল পরিদর্শনে যান কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েল-সহ অন্যান্য আধিকারিকরা। সিপি বলেন, “ভবিষ্যতে যাতে এ ধরণের ঘটনা আর হবে না।”