
প্রতীতি ঘোষ,বেলঘরিয়া:
উত্তর শহরতলীর সেরা পুজো গুলির অন্যতম একটি সেরা হল বেলঘরিয়া মানসবাগ সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। ৭৬ তম বর্ষে মানসবাগের থিম বা ভাবনা “মায়াজালে মহামায়া”। অর্থাৎ এখানে মন্ডপ সজ্জায় দর্শনার্থীদের জন্যে তুলে ধরা হয়েছে পৌরানিক কাহিনী অবলম্বনে সমুদ্র মন্থনের দৃশ্য। যেখানে একদিকে আছে দেবতাকুল এবং অন্য দিকে রয়েছে অসুরকুল। । মন্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই এখানে মা দূর্গার মৃন্ময়ী রুপ তুলে ধরা হয়েছে। । মন্ডপ সজ্জায় প্রচুর পরিমাণে রঙবেরঙের সুতো এবং দড়ি ব্যাবহার করা হয়ে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।