
অমিত দাস, কলকাতাঃ হাতে আর ১০ দিন বাকি। তারপরই শুরু হয়ে যাবে রাজ্যজুড়ে দুর্গোৎসব। রাজ্যের নানা দুর্গাপুজো কমিটিগুলি এবার পাচ্ছে রাজ্য সরকারের ৮৫ হাজার টাকা অনুদান। সেই অনুদান নিয়ে রাজ্যের প্রতি তির্যক মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।
দুর্গাপুজোকে ইউনেস্কো হেরিটেজ তকমা দিয়েছে। মানুষ বাংলায় পাড়ি দেন দুর্গাপুজোয় মেতে উঠতে। রাজ্যের একটা বড় আয়ের জায়গা এই দুর্গাপুজো। শহর থেকে গ্রামবাংলায় থাকা দুর্গাপুজো কমিটিগুলিকে রাজ্য সরকারের ৮৫ হাজার টাকা অনুদান দিয়েছে। বেশ কয়েকটি দুর্গাপুজো কমিটি এবার তা নিতে অস্বীকার করেছে। কারণ আরজি কর হাসপাতালে যে ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে নিতে চায়নি কয়েকটি দুর্গাপুজো কমিটি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই প্রত্যেক বছর এই অনুদানের অঙ্ক বাড়িয়েছেন। দুর্গাপুজোর অনুদান নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সোমবার এই মমলার শুনানি হয়, প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ।
জনস্বার্থ মামলায় এবার প্রশ্ন তোলা হয়েছে, এই টাকার উৎস কী? ক্লাবগুলি এই টাকা গাইডলাইন মেনে কি খরচ করছে? এবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ বলেন, ‘রাজ্যের পুজো কমিটিগুলিকে কম করে ১০ লক্ষ টাকা দিন। ৮৫ হাজার টাকায় কী হয়?’