
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দল থেকে সাসপেন্ড প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলাম ও প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তৃণমূল সূত্রে খবর, শুক্রবার বিকেলে আচমকাই দুই নেতাকে সাসপেন্ড করা হয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের দুজনের বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ নিয়েছে জোড়া ফুল শিবির। দল বিরোধী কাজের জন্য এর আগেও আরাবুল ইসলামকে ছয় বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল। পরে দলনেত্রীর উদ্যোগে আরাবুলের সাসপেনশন প্রত্যাহার করেছিল দল। ফের স্বমহিমায় যোগ দিয়েছিলেন ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক। শুধু দলে ফেরানো নয় তাকে নির্বাচনে টিকিট ও দিয়েছিল জোড়াফুল শিবির। যার ফলে গত পঞ্চায়েত ভোটে দাঁড়িয়ে পঞ্চায়েত সমিতির সদস্য হিসেবে নির্বাচিত হন আরাবুল ইসলাম।
সাম্প্রতিক সময়ে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার সঙ্গে প্রকাশ্যেই দ্বন্দ্বে জড়িয়ে পড়েন আরাবুল ইসলাম। এমনকি এবছর দলের প্রতিষ্ঠা দিবসের দিনই দুই নেতার গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। এই ঘটনা দল যে ভালো ভাবে নেয়নি তার প্রমাণ এই সাসপেনশন । তাঁকে বারবার সতর্কও করা হলেও আরাবুল তাতে কর্নপাতও করেননি। তার ফলশ্রুতিতেই দলের তরফে এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে আরজিকরের ঘটনায় বারবার মুখ খুলে দলকে অস্বস্থিতে ফেলেছিল শান্তনু সেন। দলীয় সূত্রে খবর, প্রকাশ্যে শান্তনু সেনের নানা ধরনের মন্তব্য দলকে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। যার ফলে এই দুজনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হল দল।