
ওঙ্কার ডেস্কঃ আরাবুল ইসলাম ও শওকত মোল্লার অনুগামীদের বাদানুবাদকে ঘিরে উত্তেজনা, আবারও অশান্ত ভাঙ্গড় । স্থানীয় সূত্র মারফত জানা গেছে, ভাঙ্গড় ১ নম্বর ব্লক ও ২ নম্বর ব্লকে মিলে একটি বিডিও অফিস রয়েছে। এবং বৃহস্পতিবার সেই অফিসেই আসেন শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা আহসান মোল্লা। তাঁকে দেখে প্রতিবাদ ও গালিগালাজ শুরু করে আরাবুল ইসলামের অনুগামীরা। তারপরেই সেখানে ঝামেলা সৃষ্টি হয়। আরাবুল অনুগামীদের দাবি, শওকাত মোল্লার অনুগামীরা এসে তাদের গালাগালি করতে শুরু করে, তার প্রতিবাদ করলে বহিরাগতদের নিয়ে এসে ঝামেলা শুরু করে আরাবুল অনুগামীরা। অপরদিকে শওকাত অনুগামীদের দাবি, ভাঙড়কে ভাগ করার চেষ্টা করছে আরাবুল ইসলাম, আমরা যেখানে ইচ্ছে যেতে পারি, তার জন্য আরাবুল ইসলামকে জবাব দেব কেন? তারা আরও দাবি করেছেন, ভাঙড়ে একাধিক বেআইনি কাজ করছে আরাবুল।