
শঙ্কু কর্মকার, দক্ষিণ দিনাজপুরঃ বাংলাদেশ – ভারত সম্পর্কের অবনতির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে সীমান্ত দিয়ে বাড়ছে অনুপ্রবেশ। বাংলাদেশিরা ভারতে ঢুকে বিভিন্ন অনৈতিক কাজ করছে বলেও অভিযোগ উঠেছে । বাংলাদেশিদের অত্যাচার থেকে বাঁচতে আগেও কোচবিহার জেলার মেখলিগঞ্জের কুচলিবাড়ির ভারত-বাংলাদেশ সীমান্তের গ্রামবাসীরা নিজেরাই কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ফের একই পদক্ষেপ নিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার শিবরামপুর বিওপি এলাকার বাসিন্দারা । সরকার বা বিএসএফ কর্মীদের ওপর নির্ভর না করে গ্রামবাসীরাই কাঁধে কাঁধ মিলিয়ে বেড়া দেওয়ার কাজ শুরু করেছিলেন । মেখলিগঞ্জের মতই শিবরামপুরে কাঁটাতার দেওয়ায় প্রবল বিরোধিতা করে বিজিবি,
সূত্রের খবর, গ্রামবাসীরা কাঁটাতার দেওয়ার কাজ শুরু করতেই বাঁধা দিতে শুরু করে বিজিবি। এমনকি গ্রামবাসী ও বিজিবির মধ্যে শুরু হয় হাতাহাতি। ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।
উনিশ শতকের পর ফের বাংলার বুকে তৈরি হচ্ছে দ্বন্দ্ব । ধর্মের মাঝে বলি হচ্ছেন সাধারণ মানুষ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস চোখে আঙুল দিয়ে মনে করিয়ে দেয় বাংলাদেশের প্রতি ভারতের ঋণ। যা জেনেও অজানা বাংলাদেশ সরকার। রাজাকারদের হাত থেকে বাংলাদেশীদের মুক্তি থেকে শুরু করে সর্বদা বাংলাদেশের পাশে থেকেছে ভারত। বর্তমান সময়ে ভারতের সেইঋণ ভুলতে বসেছে বাংলাদেশ ,ফলে সরব হয়েছেন ভারতবাসীরা।